
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরাতে আলোচনার পাশাপাশি ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত তার সাঙ্গপাঙ্গদেরও ফেরত পাঠানোর দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর মুহাম্মদ ইউনূসের বৈঠক এখন আলোচনার কেন্দ্রে। দুই নেতার মধ্যে কি কথা হলো রাজনৈতিক অঙ্গনে এটি এখন আলোচনার বিষয়। বৈঠকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হবার বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিএনপি। শাহজাহানপুরে নিজের বাসায় দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচনসহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মির্জা আব্বাস জানান শুধু হাসিনা নয় তার সহযোগীদেরও ফেরত দিতে হবে, বাতিল করতে হবে হাসিনা আমলের করা সব অসমচুক্তি।
তিনি বলেন, "নেহায়েতই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সাথে একটু যোগ করতে চাইবো অতিরিক্ত যদি সম্ভব হয় আর কি যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয় এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া।"
দেশের নির্বাচন ইস্যুতেও কথা বলেন মির্জা আব্বাস। জানান নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে এই নেতা আরো বলেন জনগণের স্বার্থের বাইরে কোন সংস্কারই মেনে নেয়া হবে না। তিনি বলেন, "বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটিরই প্রয়োজন আছে। কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। এমন কোন সংস্কার বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নিবও না।
এদিকে গত কয়েকদিন বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অনর্থক সমালোচনা ও অকথ্য ভাষায় কথা বলছেন তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। তিনি বলেন, "এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে।"
সূত্র: https://www.youtube.com/watch?v=h-tCKNTjMKU
আবীর