ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

মোদি-ইউনূস বৈঠক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছিল: মির্জা আব্বাস

প্রকাশিত: ১৯:৫৬, ৪ এপ্রিল ২০২৫

মোদি-ইউনূস বৈঠক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছিল: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত।

বিমসটেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বৈঠকটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। এটার প্রয়োজন ছিল এবং এখনও আছে। আমি মনে করি, আমাদের সরকার এই বৈঠকটি নিয়ে আগ্রহী ছিল এবং তারা স্বতঃপ্রণোদিতভাবে এর উদ্যোগ নিয়েছে। এই সময়ে এমন একটি বৈঠক হওয়া দরকার ছিল, তারা সেটি করেছেন।”

তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না উল্লেখ করে তিনি বলেন, “আমি জানি না ভেতরে কী আলোচনা হয়েছে। তাই বিশদ না জেনে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং এই বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কথাবার্তা হয়ে থাকে, তাহলে আমি একটু যোগ করতে চাই—উনার যেসব সাঙ্গপাঙ্গ আছে, যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদেরও যেন সঙ্গে ফেরত পাঠানো হয়। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ, একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য জরুরি। কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না।”

সায়মা ইসলাম

×