ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

জুলাই-আগস্টের ত্যাগ থেকে শক্তি নিয়ে আগামীর বাংলাদেশ গড়বে এনসিপি: সারজিস আলম

প্রকাশিত: ১৮:১৩, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪২, ৪ এপ্রিল ২০২৫

জুলাই-আগস্টের ত্যাগ থেকে শক্তি নিয়ে আগামীর বাংলাদেশ গড়বে এনসিপি: সারজিস আলম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমাদের চোখের সামনে এখনও ভাসে সেই জুলাই-আগস্টের রক্তাক্ত নিথর দেহগুলো। যদি আমরা সেই দৃশ্যগুলো মনে রাখতে পারি, তাহলে ২০২৪ সালের জুলাইয়ের যে চেতনা, তা থেকে আমরা কখনও সরে যাবো না।”

তিনি বলেন, “জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে চাই আমরা। আর যদি সত্যিই জনগণের জন্য কাজ করে যেতে পারি, তবে জনগণই আমাদের রায় দিয়ে সংসদে পাঠাবে। জনগণের সমর্থনই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”

সারজিস আলম জানান, মাত্র এক মাস আগে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির সামনে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো বিশাল চ্যালেঞ্জ থাকলেও, দলটি তা নিতে প্রস্তুত। তিনি বলেন, “আমরা জানি এটি একটি কঠিন পথ, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। আমাদের লক্ষ্য হলো যোগ্য, সৎ ও দেশপ্রেমী প্রার্থীদের মনোনয়ন দেওয়া—এবং সেই লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি আরও জানান, এনসিপি রাজনীতিকে আরেকবার জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায়। “আমরা রাজনীতিকে শুধুমাত্র ক্ষমতার খেলা নয়, বরং জনগণের সেবার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই,”—জোর দিয়ে বলেন সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীল, সাহসী ও মানবিক নেতৃত্ব দিতে প্রস্তুত বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আবীর

×