
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবাই যেন পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিগত সরকারের আমলে ২০২৪ সালের (৩ আগস্ট) দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই বৈঠকে যারা অংশ নিয়েছিলেন, তারা ছাত্র ও সাধারণ জনতার বিরুদ্ধে হত্যাকাণ্ডে পরোক্ষভাবে উৎসাহ দিয়েছেন এবং এখনো বিএনপির বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, "আপনাদের মধ্যেও অনেকে এখনো বিএনপির বিরুদ্ধে কাজ করে চলেছেন।"
তিনি বলেন, "সবাই মিলে বিএনপির পেছনে লেগেছে, কারণ তারা চায় বিএনপিকে রাজনীতি থেকে ভ্যানিশ করে দিতে। তারা জানে, যদি বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি ও আধিপত্যবাদ চিরস্থায়ী হবে।"
আসিফ