
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দলটি ৩০০ আসনে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক প্রার্থী মনোনয়ন দিতে প্রস্তুত।
তিনি বলেন, "বিগত এক যুগ ধরে রাজনীতি ছিল ক্ষমতা দখলের খেলা, যেখানে টাকা দিয়ে মনোনয়ন কেনা হতো এবং ভোট কারচুপির মাধ্যমে সংসদে যাওয়া হতো। তবে এবার আমরা জনগণের রায়ের মাধ্যমে নির্বাচিত হতে চাই এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে চাই।"
রংপুরে এক সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, "আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের চাওয়া-পাওয়া শুনছি। এত ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে জনগণের স্বপ্ন কী, তা জানাই আমাদের লক্ষ্য। এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক মঞ্চে কাজ করবে।"
তিনি আরও জানান, মাত্র এক মাস আগে আত্মপ্রকাশ করা দল হিসেবে এটি বড় চ্যালেঞ্জ, তবে তারা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আসন্ন ডিসেম্বর-জানুয়ারির সম্ভাব্য নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। তিনি বলেন, "ঈদের পর থেকেই আমরা জেলা ও উপজেলা পর্যায়ে দল গঠনের কাজ শুরু করব। এপ্রিলের মধ্যেই সংগঠনের কমিটি গঠন সম্পন্ন হবে।"
সারজিস আলম বলেন, "তরুণ নেতৃত্ব এবং অভিজ্ঞ প্রবীণদের সমন্বয়েই আমরা এগিয়ে যেতে চাই। তরুণদের সাহস, উদ্যম ও দৃঢ়তার সঙ্গে অগ্রজদের পরামর্শ ও অভিজ্ঞতা মিলিয়ে আমরা একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে চাই। আমাদের বিশ্বাস, জনগণের সমর্থন পেলে এনসিপি সফলতার দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/nJ1dVXwQccQ?si=aHWSX2xc5Zw19aHV
এম.কে.