ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

৩০০ আসনেই প্রার্থী দিতে চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টি: সারজিস আলম

প্রকাশিত: ১৭:৪৪, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৭, ৪ এপ্রিল ২০২৫

৩০০ আসনেই প্রার্থী দিতে চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টি: সারজিস আলম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “বৈষম্য, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না—শেখ হাসিনা তার বড় উদাহরণ।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ৩০০ আসনের জন্য লড়াই করা। এটি একটি বড় চ্যালেঞ্জ হলেও আমরা প্রস্তুত।”

তিনি জানান, এপ্রিল মাসেই জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির কমিটিগুলো দেখতে পাবেন সবাই। ঈদের পর থেকেই সাংগঠনিক টিমের সদস্যরা উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ৩২টি জেলায় সরাসরি যাবেন। জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করাই হবে তাদের মূল লক্ষ্য।

সারজিস আলম বলেন, “এতদিন রাজনীতি ছিলো টাকার বিনিময়ে মনোনয়ন কেনা আর রাতের আঁধারে ভোট কারচুপি করে সংসদে যাওয়ার হাতিয়ার। কিন্তু এবার আমরা চাই জনগণের রায়ের ভিত্তিতে নির্বাচনে যেতে। আমরা চাই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, আর আমরা সেই ভোটের মাধ্যমেই সংসদে পৌঁছাই।”

তিনি আরও যোগ করেন, “আমরা মাঠে-ময়দানে, অলিতে-গলিতে গিয়ে জনগণের মুখোমুখি হবো। বাংলাদেশ নিয়ে আমাদের যে স্বপ্ন—তা তাদের সামনে তুলে ধরবো। কারণ এই দেশ গড়া হয়েছে রক্ত ও ত্যাগের বিনিময়ে। সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা গণমানুষের রাজনীতিকে ফিরিয়ে আনতে চাই।”

জাতীয় নাগরিক পার্টি মনে করে, রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, স্বপ্ন দেখাতে হবে। আর সেই লক্ষ্যে তারা এখন থেকেই মাঠে সক্রিয় হচ্ছে।

আবীর

×