
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন, "একটা সরকার কত দিন বিনা নির্বাচনে থাকতে পারে?" তিনি বলেন, সরকার যদি মনে করে নির্বাচন ছাড়াই টিকে থাকতে পারবে, তাহলে এটি বাস্তবসম্মত নয়।
শুক্রবার (৪ এপ্রিল) গণমাধ্যমে মির্জা আব্বাস বলেন, "ড. মুহাম্মদ ইউনুস যদি নির্বাচন নিয়ে কথা বলে থাকেন, তাহলে তিনি সঠিক বলেছেন। নির্বাচন ছাড়া সরকার টিকে থাকতে পারে না। যদি তা সম্ভব হতো, তাহলে শেখ হাসিনার সরকারও আগেরবার নির্বাচন ছাড়াই থেকে যেতে পারত।"
তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশে ও বিদেশে নির্বাচন বাদ দিয়ে কেবলমাত্র সংস্কারের বিষয়ে কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বরং আমরা বরাবরই সংস্কারের পক্ষে। তবে, এমন কোনো সংস্কার আমরা মেনে নেব না, যা দেশের জনগণের স্বার্থের বাইরে চলে যাবে।"
নির্দিষ্ট কিছু প্রস্তাবের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, "যারা এসব প্রস্তাব পড়েছেন, তারা দেখেছেন যে, কিছু বিষয় বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মেলে না। তাহলে আমরা কেন সেগুলো মেনে নেব? বিএনপি এমন সংস্কার মেনে নেবে না, যা জনগণের অধিকার ক্ষুণ্ণ করে।"
এ সময় তিনি কিছু ব্যক্তির প্রতি কঠোর সমালোচনা করেন এবং বলেন, "একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এরা কখনোই কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। তারা বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কাউকে ভালোবাসে না, বরং তাদের লক্ষ্য হলো দেশের ওপর বিদেশি আধিপত্য প্রতিষ্ঠা করা।"
তিনি আরও বলেন, "এই গোষ্ঠী নিজেদের স্বার্থে রাজনীতিবিদদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজ বিএনপিকে আক্রমণ করা হচ্ছে, কালকেই তারা অন্য কাউকে টার্গেট করবে।"
মির্জা আব্বাস বলেন, "আমাদের দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। যারা এটি করছে, তাদের উদ্দেশ্য স্পষ্ট। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি কখনো এমন কোনো সংস্কার বা কার্যক্রম মেনে নেবে না, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।"
ভিডিও দেখুন: https://youtu.be/Fdju2p1CnaA?si=t_yhWGU8CPbVKP-Z
এম.কে.