ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

স্বৈরাচার পতনের পরও জামায়াত ইসলামী বৈষম্যের শিকার: এটিএম আজম

প্রকাশিত: ১৭:০৪, ৪ এপ্রিল ২০২৫

স্বৈরাচার পতনের পরও জামায়াত ইসলামী বৈষম্যের শিকার: এটিএম আজম

ছবি সংগৃহীত

রংপুরের হারাগাছ পৌর শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় হারাগাছ পৌরসভার বাংলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর মহানগরীর আমির ও রংপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী এটিএম আজম।

৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরও বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন এটিএম আজম। তিনি বলেন, ৫ আগষ্টের পর একে একে অনেক নেতার মুক্তি হলেও এটিএম আজহারুল মুক্তি পায় নাই। এছাড়া তিনি আরো বলেন আওয়ামী লীগের আমলে করা মিথ্যা গুলো এখনো বাতিল করা হয় নাই।

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলার আমির আব্দুস সালাম সরকার, সৌদি আরবের কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মতিউর রহমান, ইঞ্জিনিয়ারিং ফোরাম ঢাকা মহানগর উত্তরের আমির ও এম. কে ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম এবং স্থানীয় নেতৃবৃন্দ।

আশিক

×