ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ফেসবুক পোস্টে ফাহাম আবদুস সালাম

‘আমি প্রথম দিন থেকেই বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে কার্যকর ঐক্যের পক্ষে’

প্রকাশিত: ১৬:৩৬, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৩৬, ৪ এপ্রিল ২০২৫

‘আমি প্রথম দিন থেকেই বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে কার্যকর ঐক্যের পক্ষে’

ছবি: সংগৃহীত

বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, 'আমি প্রথম দিন থেকেই বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে কার্যকর ঐক্যের পক্ষে। আমি জানি যে বাংলাদেশে ক্যারেনবাজি খুবই জনপ্রিয় - কিন্তু ঐ পথ আমার না।'

বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা না করার কারণ হিসেবে তিনি লেখেন, 'এর একমাত্র উত্তর হোলো আমি প্রথম দিন থেকেই (৫ই অগাস্ট) এই বিশ্বাসে আছি যে, আমরা একটা ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটির ভেতরে এসে পড়েছি যে বাংলাদেশে গণতন্ত্র হলেও হতে পারে - যেহেতু আওয়ামী লীগ ও বিশেষ করে শেখ পরিবার পালিয়ে গেছে।'

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, 'আমাদের সন্তানদের একটা দেশ দিয়ে যাওয়ার সুযোগ আমাদের এসেছে। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। এই সুযোগ আমরা শুধুমাত্র তখনই কাজে লাগাতে পারবো যখন বিএনপি-জামায়াত-এনসিপির মধ্যে একটা কার্যকর ঐক্য থাকবে। একটা জেন্টেলম্যান'স এগ্রিমেন্ট থাকবে।'

ফাহাম আবদুস সালাম ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপির নেতাকর্মীদের নিজের ভাই ও সন্তান মনে করেন জানিয়ে আরও লেখেন, 'আপনারা এনসিপির নেতাদের জিজ্ঞেস করতে পারেন, আমি তাদের হেল্প করেছি, না চালাকি করেছি। আমি চাই, আমাদের তরুণরা রাজনীতিতে আসুক। বিএনপি-জামায়াত-এনসিপি যে-ই দলেই পারুক, যাক। কারণ ক্ষমতায় না গেলে আপনাদের দেশের প্রতি এই ভালোবাসা ও কমিটমেন্টের কোনো অনুবাদ হবে না।'

 

সূত্র: https://www.facebook.com/share/1C6eawLMjF/

রাকিব

×