ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

কখনও মনে হয়নি ক্ষমতায় আছি, মনে হয় দায়িত্বে আছি: উপদেষ্টা রিজওয়ানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ৪ এপ্রিল ২০২৫

কখনও মনে হয়নি ক্ষমতায় আছি, মনে হয় দায়িত্বে আছি: উপদেষ্টা রিজওয়ানা

ছবিঃ সংগৃহীত

সরকার একটি দলগত কাজ। এখানে একজনের জন্য নির্ধারিত মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ থাকে। ফলে দায়িত্ব অনেক বেড়ে যায়। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অনেক প্রভাবশালী উপদেষ্টা মনে করেন অনেকেই। তিনি আসলে কতখানি প্রভাবশালী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকার তো আসলে একটা টীমওয়ার্ক। এই টীমওয়ার্কে আমার বিষয় না হলেও, শ্রমিক বলেন, নারী বলেন, এই সবগুলো বিষয়েই আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে। জুলাই-আগস্ট আন্দোলনের আগে আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম, যারা ক্ষমতায় যায়, তারা ক্ষমতায়ই যায়। কিন্তু আসলে যাওয়া উচিৎ দায়িত্বে। ফলে আপনি যদি প্রভাবের কথা বলেন, আমি কিন্তু ঐভাবে জিনিসটাকে দেখি না। কারণ আমার কখনও মনে হয় নাই যে আমি ক্ষমতায় আছি, আমার মন হয় আমি দায়িত্বে আছি।’

তিনি আরও বলেন, ‘জনমানুষের যেসব প্রত্যাশার কথা বললেন যেমন, বুড়িগঙ্গাকে আজকেই পরিষ্কার করে দিতে হবে, ঢাকার দূষণ আজকেই ঠিক করে দিতে হবে এই প্রত্যাশাগুলোর একটা চাপ অনুভব করি। এবং আমি মনে করি যে আমি দায়িত্বেই আছি। আর দায়িত্বে আছি বলেই চাপ টা অনুভব করছি। যদি ক্ষমতায় থাকতাম, তাহলে সুগারকোটেড কিছু কথা দিয়েই পার পেয়ে যেতাম।’

×