ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আইনশৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ এখনো কাটেনি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকাশিত: ১২:২৪, ৪ এপ্রিল ২০২৫

আইনশৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ এখনো কাটেনি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।

তিনি বলেন, “পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, আইনশৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ এখনো বিরাজ করছে। যদিও প্রাথমিক অবস্থার তুলনায় আমরা অনেক দূর এগিয়েছি।”

সরকারের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সমালোচনার প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “আমাদের ব্যর্থতা কিছু ক্ষেত্রে অবশ্যই রয়েছে। তবে এটি একটি মাত্র সাত মাসের অন্তর্বর্তী সরকার, যার নিজস্ব কোনো রাজনৈতিক দল, কর্মী বাহিনী বা প্রশাসনে লোক নেই। বিচার বিভাগ বা আইনশৃঙ্খলা বাহিনীতেও আমাদের নিজস্ব লোক নেই। তাই এই স্বল্পসময়ে সরকারের ব্যর্থতা নিয়ে মন্তব্য করাটা কিছুটা বাড়াবাড়ি।”

তিনি আরও যোগ করেন, “মানুষের প্রত্যাশা আমরা কিছু ক্ষেত্রে এখনো পূরণ করতে পারিনি, সেটি সত্যি। তবে প্রত্যাশা পূরণে সময়ের প্রয়োজন, আর সেই সময়টুকু এখনো আমরা পাইনি।”

নুসরাত

×