ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আমার স্বপ্ন ছিল জারা আপুর মত মানুষ এই দেশে রাজনীতিতে আসবে: তালাত মাহমুদ রাফি

প্রকাশিত: ১১:০৮, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:১৪, ৪ এপ্রিল ২০২৫

আমার স্বপ্ন ছিল জারা আপুর মত মানুষ এই দেশে রাজনীতিতে আসবে: তালাত মাহমুদ রাফি

ছবি : সংগৃহীত

ঈদের পরদিন রাজবাড়ীতে একদিনের সফরে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একাধিক গ্রাম পরিদর্শন করে ১০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেন। কোনো মঞ্চ বা মাইক্রোফোন ছাড়াই সাধারণ মানুষের উঠোনে, গাছতলায় ও টিনের ছাউনির নিচে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয়রা তাদের দৈনন্দন সমস্যার কথা তুলে ধরেন।  

 

 

একটি বৈঠকে পারভীন নামের এক বিধবা নারী তার মর্মস্পর্শী অভিজ্ঞতা শোনান। তিনি দুই মাস আগে স্বামীকে হারানোর পর গ্রামের ভাঙা ও সরু রাস্তার কারণে গাড়ি দিয়ে স্বামীর মরদেহ বাড়ি আনতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ভ্যানে করে মরদেহ পরিবহন করতে বাধ্য হন। এই ঘটনা বলার সময় তার কণ্ঠে বেদনা ও সম্মানহানির গভীর ক্ষোভ ফুটে ওঠে। তাসনিম জারা এই কথাগুলোকে "ভুলতে পারার নয়" বলে উল্লেখ করেন এবং রাতে ঘুমাতে গেলেও পারভীনের "অসহায় চোখ" তার মনে পড়ে বলে জানান।

 

 

তিনি তার স্ট্যাটাসে লুটের রাজনীতির সমালোচনা করে বলেন, "দেশ থেকে হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু সেদিন আমি দেখেছি, কার কাছ থেকে সেই টাকা কেড়ে নেওয়া হয়েছে। পারভীন আপার মতো মানুষের কাছ থেকে, যারা শুধু একটু রাস্তা, একটু সম্মান চান। কিন্তু দুর্নীতিবাজরা কখনোই তাদের উঠানে বসে গল্প শোনেনি। শুনলে হয়তো তাদেরও রাতে ঘুম হতো না।"  

এই স্ট্যাটাসটি পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি তার ফেসবুকে শেয়ার করে লেখেন, "আমার অনেক স্বপ্নের মধ্যে একটি ছিল, জারা আপুর মতো মানুষরা এই দেশের রাজনীতিতে আসবেন।"  

 

আঁখি

×