ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কখনো মনে হয়নি রাজনীতি বাদে অন্য কিছু করলে ভালো হতো: শামা ওবায়েদ

প্রকাশিত: ০৪:০৭, ৪ এপ্রিল ২০২৫

কখনো মনে হয়নি রাজনীতি বাদে অন্য কিছু করলে ভালো হতো: শামা ওবায়েদ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়দুল ইসলাম রিংকু বলেছেন, কখনো মনে হয়নি রাজনীতি বাদে অন্য কিছু করলে ভালো হতো। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক কর্মীরা যারা সততা নিয়ে কাজ করে, এখানে সফলতা বা ব্যর্থতা বলে কিছু নাই। আমার কখনো আধা সেকেন্ডের জন্যও মনে হয় নাই, অন্যকিছু করলে ভালো করতাম আমি বা আমার লাইফটা অন্যরকম হলে ভালো হতো। কারণ এটাই আমি বেছে নিয়েছিলাম, আমাকে কেউ জোর করেনি এটা করার জন্য। আমি নিজেই বেছে নিয়েছি রাজনীতি করব একটা দলের জন্য।

 

সূত্রঃ https://youtu.be/kbYD_lgq2yw?si=-SLIl2GIr28YRzE2

রিফাত

×