ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

হিন্দু-মুসলমানসহ সকলেই বাংলাদেশে একসাথে বসবাস করবো: নায়াব ইউসুফ 

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২৩:৫৪, ৩ এপ্রিল ২০২৫

হিন্দু-মুসলমানসহ সকলেই বাংলাদেশে একসাথে বসবাস করবো: নায়াব ইউসুফ 

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দু-মুসলমানসহ সকলেই এই দেশের নাগরিক। বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মালম্বীরা নিজেদেরকে আপনারা সংখ্যালঘু ভাববেন না। আমরা সবাই একসাথে এই দেশে বসবাস করছি, ভবিষ্যতে বসবাস করবো। 

নায়াব ইউসুফ বৃহস্পতিবার (৩রা এপ্রিল) রাতে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন এর ধুলদী রেলগেট গোপাল চৌধুরীর বাড়িতে দেশ মাতৃকার ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ২২তম বার্ষিকীতে শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনে উপস্থিত থেকে এ কথা বলেন।

নায়াব ইউসুফ সমবেত হিন্দু-ধর্মালম্বীদের উদ্দেশ্যে আরো বলেন, বিএনপি সব সময় হিন্দু ধর্মালম্বীদের পাশে আছে। বিপদ-আপদে বিএনপি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মালম্বীদের জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। মসজিদে যেভাবে সংস্কার করা হবে, হিন্দুদের মন্দিরের জন্য সমান বরাদ্দ থাকবে। আমার পিতা, সাবেক মন্ত্রী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ হিন্দু ধর্মালম্বীদের পাশে সব সময় ছিলেন। তেমনিভাবে আমিও আপনাদের পাশে আছি।  

এই ধর্মীয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার সদস্য, উৎপল কুমার চৌধুরীর রিন্টু, সাবেক বিদ্যুৎ প্রকৌশলী বাসুদেব ঘোষ, ধুলদি রেলগেট গোপাল চৌধুরীর বাড়ির পূজা কমিটির সভাপতি অমল কুমার চৌধুরী সন্টু, সাধারন সম্পাদক বিধান কুমার দে প্রমুখ।

অনুষ্ঠানে নায়াব ইউসুফ মহোৎসব কমিটির কাছে তার নিজস্ব তহবিল হতে কিছু আর্থিক সাহায্য করেন।  

ইমরান

×