ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নেই: বুলু

প্রকাশিত: ২১:১০, ৩ এপ্রিল ২০২৫

নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নেই: বুলু

ছবি: সংগৃহীত

যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে এবং একটি গণতান্ত্রিক পরিবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তারাই গণভোটের নামে হ্যাঁ ভোট চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। দুপুরে নোয়াখালীর চৌমুহনীর একটি রেস্টুরেন্টে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংকট নিরসন করার বিকল্প কোন পথ নেই।

তিনি বলেন, "৫০ টি রাজনৈতিক দলের যে জোট সে জোট একটি কথাই বলে সেটা হলো জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসবে। জাতীয় নির্বাচন, জাতীয় সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নেই।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=B5iW0GForjU

আবীর

×