
ছবি: সংগৃহীত
সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা হোটেল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। এসব খবরে দাবি করা হয়েছিল যে, বর্তমান সরকারের উপদেষ্টাসহ প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য হোটেলটি বিনামূল্যে রুম ও অন্যান্য সেবা প্রদান করছে।
এছাড়া, প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার শাহবাগে অবস্থিত পাঁচ তারকা হোটেলটি গত ছয় মাসে ৫০০ কোটি টাকারও বেশি লোকসান করেছে। অভিযোগ করা হয়, বর্তমান সরকারের উপদেষ্টারা ও প্রাক্তন ছাত্র সমন্বয়করা হোটেলের ১০টি রুম দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন, যা হোটেলের আয় হ্রাসের অন্যতম কারণ। আরও বলা হয়, এসব কক্ষের জন্য কোনো ভাড়া প্রদান করা হয়নি এবং খাবার ও পানীয়ের বিলও পরিশোধ করা হয়নি।
তবে, এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে স্পষ্ট জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা বলেন, এ ধরনের গুজব কেবল হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা অনুসারে সংবাদ প্রকাশের আগে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল, যা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো করেনি।
হোটেল কর্তৃপক্ষ এই মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে।
আসিফ