
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তাকে ফোন করেন না, বরং আগে তার মেজাজ কেমন আছে তা বুঝে নেন। তিনি বলেন, "১০ দিন আগে আমার ওয়াজের পর রাত্র দুইটার সময় তারেক রহমান নিজে আমাকে ফোন করেন। তবে তিনি সরাসরি ফোন করেন না। আগে ভাবেন, ফজলু ভাইয়ের মেজাজটা ঠিক আছে কিনা। কারণ আমি তো যা সত্য, তা বলেই ফেলি।"
তিনি আরও বলেন, "লিডার বলেছেন, ছয় মাস ধরে আমি যে কথাগুলো বলছি, তা দলকে জীবিত এবং শক্তিশালী রেখেছে। স্বপনও একই কথা বলেছে। আমি সবসময় বলে আসছি, সরকার নির্বাচন দিতে চায় না, তারা ক্ষমতা ধরে রাখতে চায়।"
নির্বাচন প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, "সরকার ডিসেম্বর মাসে নির্বাচন দেওয়ার কথা বললেও, এখন বলা হচ্ছে ছয় মাস পিছিয়ে যেতে পারে। তারা একবার বলে এক কথা, পরে আরেক কথা বলে। এই দ্বিধাদ্বন্দ্ব সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের দেশের কিছু মানুষ গ্রাম্য ঘটকের মতো কথা বলে। তারা মিষ্টি ভাষায় প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে সেগুলো বাস্তবায়ন করে না। নির্বাচন কমিশনও বারবার তারিখ পরিবর্তন করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।"
ফজলুর রহমানের বক্তব্য ইঙ্গিত করে যে, বিএনপি মনে করছে, বর্তমান সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে এবং তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করছে।
ভিডিও দেখুন: https://youtu.be/Hdtp1pU93sM?si=BScQpToSdY8kxel-
এম.কে.