
ছবি: সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 'এই দেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাদের একটা উদ্দেশ্য ছিল- গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানবিকতা প্রতিষ্ঠা লাভ করবে। আমরা কি পেয়েছি সেই মানবিক সরকার? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না।'
আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী জোনায়েদ সাকি আজ বৃহস্পতিবার (৩ মার্চ) জনসংযোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-৬ সংসদীয় আসনে। এ সময় স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার কথা তুলে ধরেন তার কাছে।
উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর, মানিকপুর, কল্যানপুর, উলুকান্দি, কাপাসকান্দি, মায়রামপুরসহ বিভিন্ন গ্রামে জনসংযোগ চালাচ্ছেন তিনি। বর্তমানে নিজ নির্বাচনী এলাকার গ্রাম থেকে গ্রামান্তরে জনসংযোগ করছেন জুনায়েদ সাকি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 'সমষ্টিগত মর্যাদার ওপর আঘাত হানায় চব্বিশের জুলাই বিপ্লব সম্ভব হয়েছে। লাশের কাফেলা বানিয়েও কাউকে রুখে দেওয়া যায়নি। আমাদের মধ্যে জুলাইয়ের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে বর্তমান বাস্তবতার অনেক ফারাক আছে। এই জায়গায় অভ্যুত্থানের নতুন শক্তিকে সংগঠিত করতে হবে।'
তিনি আরও বলেন, 'আমরা আশা করি, দেশের জনগণের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ জরুরি, সেই জায়গায় দেশের রাজনৈতিক শক্তিগুলো সচেতন ও ঐক্যবদ্ধ থাকবে।'
কাজী খলিলুর রহমান/রাকিব