ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হামলা ও ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৭, ৩ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হামলা ও ভাঙচুর

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) বিকাল ও রাতে মেঘনা নদী বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরের মধ্যে রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। ঈদের দিন এই বিরোধের জেরে প্রথম দফায় সংঘর্ষ বাধে।

ঈদের পরের দিন (মঙ্গলবার) বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হলে উভয় পক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকতে বলা হয়।

তবে শান্তি স্থায়ী হয়নি, মঙ্গলবার রাতেই কবিরের লোকজন জহির ও তার বোনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর প্রতিক্রিয়ায় জহিরের লোকজনও কবিরের বাড়িতে হামলা চালায় এবং বিএনপির পার্টি অফিসসহ বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে।

বুধবার সন্ধ্যায় কদমিরচরের সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসেনের লোকজন স্পিডবোটে এসে হামলার চেষ্টা করে, তবে গ্রামবাসীরা প্রতিরোধ করে। সংঘর্ষে একটি পার্টি অফিস, ইদ্রিস আলী, জাহেদ আলী, জহির ও তার বোনের বাড়ি ভাঙচুর করা হয়।

সাবেক ছাত্রদল নেতা মোবারক বলেন, "এই দ্বন্দ্ব মূলত জহির ও কবিরের মধ্যে। আমাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে।"

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, "খালিয়ারচরে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা ও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

নুসরাত

×