ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জেলা বিএনপি নেতা ব্যারিষ্টার ইশরাক

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৮:২১, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:২১, ৩ এপ্রিল ২০২৫

গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জেলা বিএনপি নেতা ব্যারিষ্টার ইশরাক

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহ এলাকায় ঈদের আগের দিন বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর পুত্র গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ব্যারিষ্টার ইশরাক আহাম্মেদ সিদ্দিকী। তিনি গাজীপুর সংসদীয়-১ আসনের মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার তিনি দলীয় লোকজন নিয়ে উপজেলার সিনাবহ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের স্থায়ীভাবে পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে তিনি বলেন, 'বন বিভাগের লোকজন ঈদের আগের দিন যেটা করেছে এটা কোনভাবেই ঠিক হয়নি।'

তিনি আরও বলেন, 'সিনাবহ এলাকায় এমন ঘটনা হয়েছে, আমি জানার সাথে সাথে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আপনাদের কাছে ছুটে এসেছি। যা দেখলাম, এ ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। কারণ ঈদের আগের দিন তারা যেভাবে আপনাদের বাড়িঘর ভাঙচুর করেছে তা খুবই দুঃখজনক।'

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে উপদেষ্টার সাথে কথা বলেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, 'তিনি (উপদেষ্টা) আমাকে বলেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি ব্যাপারটি বিশেষভাবে দেখবেন। তবে আমি রাজনৈতিক নেতা হিসেবে নয়, আপনাদের এলাকার ছেলে হিসেবে বলতে চাই, এটা আমি আপনাদের জন্য স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা অবশ্যই করব, ইনশাল্লাহ এবং এর জন্য আমাদের যা যা আইনি সহায়তা দরকার ওইসব আইনি সহায়তা নেব। আইনের ভিতর থেকে যা যা করণীয়, সেটা আমরা অবশ্যই করব।'

সিনাবহ এলাকা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন, বিএনপি নেতা মনি সিকাদার, মোঃ আব্দুল জলিল মন্ডল, মাহমুদ সরকার, মোঃ বেলায়েত হোসেন, মোঃ নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

রাকিব

×