ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:১১, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:১২, ৩ এপ্রিল ২০২৫

কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন  আটক

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল(৩৫) ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী শিপন(৪২)কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

বুধবার(০২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শমসেরনগর এলাকা থেকে ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাসা থেকে মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী শিপনকে আটক করা হয়।

আটককৃত রাহাত ইমতিয়াজ রিপুল উপজেলার নছরতপুর এলাকার মৃত সাজ্জাদ হোসেন ছেলে ও দেবাশীষ চক্রবর্তী শিপন পাত্রখোলা চা বাগান এলাকার মৃত রমেশ চক্রবর্তীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন,আটককৃতরা কমলগঞ্জ থানার মামলা নং-০৫ এবং ০৬ এর এজাহারভূক্ত আসামী। তিনি জানান, পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার(০৩ এপ্রিল)দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

 

মেহেদী হাসান

×