
ছবি: সংগৃহীত
বাউফলে শামীম নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মিছিলে উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের অংশ নেওয়ার ঘটনায় বিএনপির মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।
গত বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বগা বন্দরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মঙ্গলবার (১ এপ্রিল) বগা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গাজীকে (২৬) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বাবু (২৩) মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বগা বন্দরে ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল বের হয়।
ছাত্রলীগ সদস্য বাবুর বড় ভাই যুবলীগ সদস্য শামীম (২৭) মিছিলে বাধা দিলে ছাত্রদলের সমর্থকরা তাকে বগা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। এরপর পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে।
ওই দিন রাতে আওয়ামী লীগের লোকজন একত্রিত হয়ে বগা বন্দরে একটি মিছিল বের করে। ওই মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আব্বায়ক ও যুগ্ম আহ্বায়ক।
এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভুল করে একজন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে ফেলেছিল।
এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মিয়া বলেন, যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পোস্ট হোল্ড করে এ ধরনের মিছিলের নেতৃত্ব তারা দিতে পারে না। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া উচিত।
এদিকে আওয়ামী লীগের মিছিলে যুবদলের দুই নেতার অংশ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্ট হয়েছে।
কামরুজ্জামান বাচ্চু/রাকিব