
ছবি: সংগৃহীত
বেসরকারি টিভি চ্যানেল জি টিভির এক টক শোতে সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করেন এডভোকেট ফজলুর রহমান। তিনি তার বক্তব্যে রাজনৈতিক সংস্কারের পথে কিছুটা সংশয় প্রকাশ করেন এবং প্রশ্ন তুলে বলেন, "সংস্কারের এই যাত্রা কখনোই শেষ হবে না, কারণ এটি শুধু ক্ষমতায় থাকার কৌশল হতে পারে।"
এডভোকেট ফজলুর রহমান আরও বলেন, “যদি আমরা সংস্কারের কথা বলি, তবে এর প্রথম পদক্ষেপে যারা আসছেন, তাদের সম্পর্কেও কিছু প্রশ্ন উঠছে। কেন এমন একজনকে নিয়ে আসা হলো, যে দেশের নাগরিকই না, ড. আলী রীয়াজের মতো একজন ব্যক্তি। তার মার্কিন নাগরিকত্ব ত্যাগ করার দাবি ওঠা উচিত। এছাড়া, যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশের সাংবিধানিক স্তম্ভগুলোর মধ্যে পরিবর্তনের কথা বলা হচ্ছে। এটা শুধু বিতর্কের সৃষ্টি করবে, কোনো সমাধান হবে না।”
তিনি আরও বলেন, “যদি একে একে এ ধরনের সংস্কারের কথা বলা হয়, তবে এটা একটি শেষহীন বিতর্ক হয়ে যাবে। যেমনটা আমরা আগে দেখেছি, ৩৯টি দল থাকলে ৩৯টি ভিন্ন ভিন্ন মতামত থাকবে এবং এটি কখনোই শেষ হবে না। এটি একটা 'নেভার এন্ডিং' সমস্যা হয়ে যাবে।”
এডভোকেট ফজলুর রহমান জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দেন এবং বলেন, “সংস্কারের শেষ সিদ্ধান্ত জনগণই নেবে, এবং তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের আইনসভায় এই বিষয়টি সমাধান করা হবে। এভাবে একে একে বিতর্কের মধ্যে না পড়ে, দেশের জনগণের কাছে গিয়ে তাদের মতামত নেওয়া উচিত।”
তিনি বলেন, "অবশ্যই সংস্কার হতে হবে, তবে তা হবে মানুষের কল্যাণে এবং দেশের উন্নতির জন্য, না যে এটা শুধু একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার হবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=S71q9jQHHV8
আবীর