ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিএনপির ভেতর কিছু মোনাফেক আছে যে কারণে বললেন আলতাফ হোসেন চৌধুরী

প্রকাশিত: ১৬:৪৬, ৩ এপ্রিল ২০২৫

বিএনপির ভেতর কিছু মোনাফেক আছে যে কারণে বললেন আলতাফ হোসেন চৌধুরী

ছবি: সংগৃহীত

মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগের শাসনকালের প্রতি।

তিনি বলেন, "গত ১৫ বছর ধরে বিএনপির বিরুদ্ধে যে অত্যাচার চালানো হয়েছে, তা বর্ণনাতীত। আমাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছে, জেলে অত্যাচার করা হয়েছে, গুম করা হয়েছে, এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে।"

এসময় তিনি আরও বলেন, "যারা আমাদের প্রতি এই নিষ্ঠুরতা চালিয়েছে, তারা জালেম। কিন্তু আমরা মজলুম। আমরা জানি মজলুমের ব্যথা, আমরা জালেম হতে চাই না। তবে আমাদের বাধ্য করা হলে, আমাদের এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে।"

এসময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, "আমরা ১৫ বছরের সাক্ষী। এই সময়ে দেশে কত অত্যাচার, লুটপাট, ধর্ষণ, মা-বোনদের সম্ভ্রমহানি, সন্তানহীনতা, বিধবা হওয়ার ঘটনা ঘটেছে, আমরা সেইসব অত্যাচারের সাক্ষী।"

তিনি আওয়ামী লীগকে নিয়ে বলেন, "আপনারা যদি রাজনৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করবেন। কিন্তু আপনারা পদত্যাগ না করে, লজ্জা না নিয়ে একের পর এক জুলুম চালিয়েছেন। তাই আপনাদের এখন ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে।"

তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বলেন, "খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে, বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। তবে তিনি এখন বিদেশে আছেন এবং ভালো আছেন, ইনশাআল্লাহ অচিরেই তিনি দেশে ফিরে আসবেন।"

এছাড়া, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা সম্পর্কে আলতাফ হোসেন চৌধুরী বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে যত মিথ্যা মামলা ছিল, সবগুলো আল্লাহর রহমতে, আমাদের দোয়ায় খারিজ হয়ে গেছে।"

তিনি বিএনপির কিছু সদস্যদের সমালোচনা করে বলেন, "কিছু মুনাফেক তাদের ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তবে তারা যতই চেষ্টা করুক, আমাদের তাদের থেকে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।"

এছাড়া, তিনি বিএনপির নেতৃত্বের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, "আগে নিজের ঘর সামলান, তারপর অন্যদের নিয়ে কথা বলুন।"

আবীর

×