ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পলাতক আ.লীগ নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা

প্রকাশিত: ১৪:০০, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০১, ৩ এপ্রিল ২০২৫

পলাতক আ.লীগ নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা

ছবি: সংগৃহীত

টানা ১৭ বছর পর চরম সংকটে ঈদুল ফিতর উদযাপন করেছে আওয়ামী লীগ নেতারা। দেশে বিপুল সংখ্যক নেতাকর্মী কারাগারে এবং অনেকে পালিয়ে বেড়াচ্ছেন।ঈদ করতে অনেকে এলাকায় গিয়ে গ্রেফতারও হয়েছেন।

এরই মধ্যে বিদেশে বসে অনেক নেতা রাজকীয় ঈদ উদযাপন করেছেন। এমনটাই দাবি আওয়ামী লীগ কর্মীদের। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। বিশেষ করে, যুক্তরাজ্যে এবার কফির আড্ডায় দেখা গেছে আওয়ামী লীগের পলাতক চার মন্ত্রীকে।

তারা হলেন সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেকপররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা।

নেতাকর্মীরা বলেন, 'ঈদ তো সবার জন্যই, নেতারা যে ঈদ উদযাপন করতে পারবেন না এমন নয়, তবে তাদের সঙ্গে কর্মীদের যোগাযোগ ও সুখ-দুঃখের বিনিময় হলে ভালো হয়। কর্মীরা এতে প্রাণ পাবে কাজ করার। কিন্তু বর্তমানে বেশিরভাগ নেতাকর্মী তাদের থেকে বিচ্ছিন্ন। তারা কোন মাধ্যমেই যোগাযোগ রাখছেন না,সহযোগিতা তো পরের ব্যাপার’।

তবে নেতাদের দাবি বিপদে তো সবাই যে যত বড় নেতা বিপদ তার তত বেশি। দেশ-বিদেশে যে যেখানেই আছে চরম বেকায়দায় আছে। তারপরও সাধ্যমত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। আমাদের অনেকেই সেটা করছেন না। এ কারণে কর্মীদের ক্ষোভ অমূলক নয়, তবে দলীয় সভাপতি নিজেই সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। এটাই আমাদের আসার দিক।

মেহেদী হাসান

আরো পড়ুন  

×