ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিলম্বের কারণ জানতে চায় বিএনপি

প্রকাশিত: ১১:৩৭, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৩৯, ৩ এপ্রিল ২০২৫

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিলম্বের কারণ জানতে চায় বিএনপি

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে দাবি করছে কিছু রাজনৈতিক দল। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা—এমন প্রশ্ন তুলছেন বিরোধী নেতারা। তারা বলছেন, তা না হলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিলম্ব কেন? বিএনপি নেতারা সতর্ক করে দিয়ে বলছেন, সরকার যদি নিরপেক্ষতা হারায়, তা হবে দুর্ভাগ্যজনক। এ অবস্থায় সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে দলে ফিরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান।  

 

 

জুলাই অভ্যুত্থানের পর তিন ছাত্রনেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দেন। রাজনীতিতে ছাত্রদের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হওয়ার পরই পুরনো দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করে। এনসিপির আত্মপ্রকাশের পর উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেও এখনো সরকারে আছেন দুই ছাত্র প্রতিনিধি। এমন পরিস্থিতিতে সরকারের প্রভাব বিস্তারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

 

 

তিনি বলেন, "আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই তা উঠেছে। সরকারকে এ নিয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এটা দুর্ভাগ্যজনক হবে, এবং এর ফলে নতুন করে অন্যান্য প্রশ্নও তৈরি হতে পারে।"  

 

নতুন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না—এমন প্রশ্নও করছেন বিএনপির নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, "প্রধান উপদেষ্টা সম্ভবত কোনো নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে সময় দিচ্ছেন- এমন প্রশ্ন জনমনে উঠেছে। তা না হলে রোডম্যাপ ঘোষণায় বিলম্ব কেন? ইলেকশন কমিশনকে সহযোগিতা না করে বরং নির্বাচনী প্রক্রিয়ায় অনৈক্য সৃষ্টি করা হচ্ছে।"

 

রাজনৈতিক নেতাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। সরকারের  যদি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করেন, তা জনগণ বুঝতে পারছে। সরকারকে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, যাতে মানুষ নিশ্চিত হতে পারে যে এটি একটি সত্যিকার নিরপেক্ষ সরকার, কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়।  

 

 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, "ছাত্রদের ক্ষমতায় থাকা এবং একই সাথে রাজনৈতিক দল গঠন করলে তা অন্য দলগুলোর জন্য অসমান সুযোগ তৈরি করে। তাই নিরপেক্ষতা রক্ষায় সরকারের বিভিন্ন স্তরে থাকা ছাত্র প্রতিনিধিদের অপসারণ করা উচিত।"  

উল্লেখ্য, ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, আরও কিছু গঠনের পথে রয়েছে বলে জানা গেছে।

সূত্র: https://youtu.be/ejPQ4WmAHHA?si=WqZY2h4W59cDkmbc

আঁখি

×