ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : এ্যানি

প্রকাশিত: ১০:৫০, ৩ এপ্রিল ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : এ্যানি

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন যে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নস্যাৎ করতে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, "বর্তমান সরকারের অপপ্রচার ও বিএনপির বিরুদ্ধে চলমান চক্রান্তের মোকাবেলায় সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে হবে ছাত্রদলের বর্তমান ও প্রাক্তন নেতাকর্মীদের।"  

তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো ফ্যাসিবাদী শাসন ও শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম চালিয়ে যাব।" এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান।  

 

  
শহীদ উদ্দিন চৌধুরী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বলেন, "এটি কোনো আকস্মিক প্রস্তাব নয়, বরং গত কয়েক বছরের গণআন্দোলন ও মতবিনিময়ের ফসল।" তিনি ৩১ দফার মূল বার্তা উল্লেখ করে বলেন, "তারেক রহমান স্পষ্ট করেছেন, বিএনপি ক্ষমতায় এলে একটি জাতীয় ঐক্যমত সরকার গঠন করা হবে। এজন্য আমাদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।"  


তিনি লক্ষ্মীপুর জেলার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জোরালো ভূমিকা রাখার নির্দেশ দিয়ে বলেন, "স্থানীয় পর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখতে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের শেষ লক্ষ্য হলো তারেক রহমানের নেতৃত্বে জনগণের রায়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা।"  

 
বক্তব্যের শেষে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে সাধারণ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। তাঁর মতে, "শুধু জনগণের ভোটেই প্রকৃত গণতন্ত্র ফিরবে, এবং বিএনপির নেতৃত্বে গঠিত সরকারই ৩১ দফার মাধ্যমে দেশটিকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।"  

আঁখি

×