ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কেউ স্বৈরাচার হতে গেলে আ. লীগের মতোই অবস্থা হবে : মির্জা ফখরুল ইসলাম

প্রকাশিত: ০৭:৪৩, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:৪৭, ৩ এপ্রিল ২০২৫

কেউ স্বৈরাচার হতে গেলে আ. লীগের মতোই অবস্থা হবে : মির্জা ফখরুল ইসলাম

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতরের ছুটিতে নিজ বাসভবনে নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তার দলের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অভিযোগ করেন, বিএনপির নাম করে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ।  

 

 


মির্জা ফখরুল বলেন, "বিএনপিকে টার্গেট করে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। প্রচার করা হচ্ছে যে আমরা হয়তো শুধু সংস্কার চাই অথবা শুধু নির্বাচন চাই, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি সবসময় সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার চেয়েছে। এই বিভ্রান্তি সৃষ্টি করে জনমতকে প্রভাবিত করার চেষ্টা চলছে।" তিনি গণতন্ত্রের মৌলিক নীতির কথা উল্লেখ করে বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বিষয়। কিন্তু কেউ যদি স্বৈরাচারের পথ বেছে নেয়, তবে পরিস্থিতি আওয়ামী লীগের শাসনামলের মতো হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মতের সহাবস্থান জনগণই ঠিক করবেন কোন নীতি বা দল তাদের জন্য ভালো।"  

 
বিএনপি নেতা ভারতীয় মিডিয়ার সমালোচনা করে বলেন, "বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া বারবার মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করছে, যা দুই দেশের সম্পর্কের জন্যও ক্ষতিকর।"  
মির্জা ফখরুল সরকারের সঙ্গে সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, "রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় হলো সকল দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই হোক আমাদের সম্মিলিত লক্ষ্য।" 

আঁখি

×