ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

‘যে দলটি স্বাধীনতার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে তাদের আবার কীসের রাজনৈতিক অধিকার’: হান্নান মাসউদ

প্রকাশিত: ০২:৫৬, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:৫৮, ৩ এপ্রিল ২০২৫

‘যে দলটি স্বাধীনতার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে তাদের আবার কীসের রাজনৈতিক অধিকার’: হান্নান মাসউদ

ছবিঃ সংগৃহীত

‘যে দলটি স্বাধীনতার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে তাদের আবার কীসের রাজনৈতিক অধিকার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, কোথায় আছে সংবিধানে যে বাকশাল কায়েম করতে হবে, কোথায় আছে রক্ষীবাহিনী গঠন করতে হবে। মুজিব শেষ। তারপরে মেজর জিয়া ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তারপরেও রক্ষীবাহিনীর নেতারা আবার এসে বাংলাদেশে এমপি নির্বাচিত হয়েছে। তাদের বিচার কেন হয় নাই? তোফায়েল আহমেদ কীভাবে আবার পরে মন্ত্রীও হয়! বাকশাল যারা কায়েম করেছিল তাদের কেন আবার রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছিল? আমি যদি বলি, আওয়ামী লীগকে বাকশাল গঠনের পরেও আবার রাজনীতিতে পুনর্বাসন করার কারণে আজকে ২৪ সালে আমার ভাইদের হত্যা করার লাইসেন্স দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, কারণ, আওয়ামী লীগ ৭২-৭৫ পর্যন্ত যেভাবে এ দেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, ২৪ এর গণ-অভ্যুত্থানে ২০০৮-২০২৪ সাল পর্যন্ত এতগুলো মানুষ হত্যা করার পরেও আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলা হচ্ছে৷ একইভাবে আবার ৩০ বছর পরে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আরেকটি হত্যাযজ্ঞের মুখোমুখি করছে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1JqZSLwYxi/

রিফাত

আরো পড়ুন  

×