ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ট্রাম্প কি আরও একবার প্রেসিডেন্ট হতে পারবেন? কি বলছে আইন?

প্রকাশিত: ২২:৪৭, ২ এপ্রিল ২০২৫

ট্রাম্প কি আরও একবার প্রেসিডেন্ট হতে পারবেন? কি বলছে আইন?

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্টকে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর আওতায়, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন না।

ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এবার ক্ষমতায় এসেই তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার উপায় খুঁজছেন বলে গুঞ্জন চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার কিছু সমর্থক তাকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার দাবি জানিয়েছেন। যদিও তিনি বলেন, "এখনই এসব নিয়ে ভাবার সময় হয়নি।"

ট্রাম্পের সমর্থকদের দাবি, সংবিধানের ২২তম সংশোধনী শুধুমাত্র নির্বাচিত হওয়া নিষিদ্ধ করেছে, কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতার উত্তরণের ব্যাপারে স্পষ্ট কিছু বলা নেই। এর ভিত্তিতেই কিছু সমর্থক মনে করছেন, ট্রাম্প যদি ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অংশ নেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট (ধরা যাক, জেডি ভ্যান্স) পরে পদত্যাগ করেন, তাহলে তিনি উত্তরসূরি হিসেবে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে পারেন।

তবে মার্কিন সংবিধানের বিশেষজ্ঞরা একমত নন। নটরড্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেররেক মোলার বলেন, সংবিধান অনুযায়ী কেউ যদি দুইবার প্রেসিডেন্ট হন, তবে তিনি ভাইস প্রেসিডেন্টও হতে পারবেন না। ফলে ট্রাম্পের জন্য এই পথও আইনগতভাবে অসম্ভব।

ট্রাম্পের কিছু সমর্থক সংবিধানে পরিবর্তন আনার পক্ষে কথা বলছেন, যাতে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ তৈরি হয়। তবে এটি অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া, যেখানে কংগ্রেসের দুই-তৃতীয়াংশ সমর্থন ও ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশ অনুমোদন প্রয়োজন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি কার্যত অসম্ভব বলে বিশ্লেষকরা মনে করছেন।

ডেমোক্র্যাটরা ট্রাম্পের তৃতীয় মেয়াদের প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে।

এদিকে, মার্কিন ইতিহাসে একমাত্র ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট চার মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, যা পরে ২২তম সংশোধনীর মাধ্যমে নিষিদ্ধ করা হয়।

ট্রাম্পের তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা মূলত রাজনৈতিক আলোচনাতেই সীমাবদ্ধ। আইনি বিশ্লেষকরা মনে করছেন, এটি বাস্তবে সম্ভব নয়। তবে রাজনৈতিক কৌশল হিসেবে ট্রাম্প ও তার সমর্থকরা বিষয়টি সামনে রাখছেন, যা ভবিষ্যতের মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নুসরাত

×