ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা: সালাহউদ্দিন

প্রকাশিত: ২২:০৫, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:০৫, ২ এপ্রিল ২০২৫

জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রের যত বড় কর্তাই হোক বা প্রতিষ্ঠান হোক তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতেই হবে, এটাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজারের পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘এতোদিন যারা ৭১ এর চেতনা বিক্রি করে খেয়েছে, এই চেতনা (জুলাই গণঅভ্যুত্থান) সেই চেতনা নয়, যে চেতনা হবে জনগণকে জবাবদিহিতা করা। যেখানে জবাবদিহিতা না করে যেন কেউ পার না পায়।

বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষও যেন জুলাই গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে জবাবদিহিতা নিশ্চিত করে। আর সংগঠন হিসেবে এলামনাই অ্যাসোসিয়েশনও যেন সেই চেতনা বাস্তবায়নে কাজ করে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=6lEONmxfqBg

রাকিব

আরো পড়ুন  

×