
ছবি: সংগৃহীত।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে। তবে বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত করা হবে।
আজ (২ এপ্রিল) বিকেলে বেলাব উপজেলার বাজনাব বীরবাঘব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরবাঘব ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আয়োজনে "খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব রহমান, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকেরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় নরসিংদী সিটি ফুটবল একাদশ বনাম পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ মুখোমুখি হয়। এতে পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ নরসিংদী সিটি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সায়মা ইসলাম