
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “এই জনপদে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ছিলেন, তারা শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। এলাকার উন্নয়নে কোনো কাজ করেনি। এখন তাদের স্বামী-স্ত্রী উভয়ের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলা হয়েছে। অন্যদিকে, চম্পাপুরের রাস্তাঘাটের বেহাল দশা। আপনাদের ভোগান্তি আরও বেড়েছে।”
তিনি আরও বলেন, "বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে এমন কোনো কাজ নেই, যা আওয়ামী লীগ করেনি। আমার বাসায় অন্তত ১৬ বার হামলা চালানো হয়েছে।"
বুধবার বিকেলে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোশাররফ হোসেন নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, “বিএনপির নাম ব্যবহার করে যারা দলের ভাবমূর্তি নষ্ট করে অন্যায় কর্মকাণ্ড করবে, প্রয়োজনে তাদের পুলিশের কাছে দেওয়া হবে।”
তিনি এ সময় সমাবেশে আগতদের আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বিএনপির এই জনসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, বিএনপি নেতা জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর আলম তালুকদার, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, মোস্তাফিজুর রহমান বাদল, মেহেদী হাসান মিলন প্রমুখ
নুসরাত