
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রদলের একটি ইউনিয়ন শাখার সভাপতিকে মারধরের ঘটনায় ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না স্বাক্ষরিত প্যাডে এমন বহিষ্কার আদেশ করা হয়েছে।
মারধরের শিকার শ্যামল আহমদ উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বহিষ্কৃত ছাত্রদল নেতা রাখাব উদ্দিন একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
জানা গেছে, রাজনৈতিক নানা বিষয়ে নিজেদের মধ্যে মতবিরোধের জেরে গত ৩০ মার্চ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারে ছাত্রদল সভাপতি শ্যামল আহমদকে দিন-দুপুরে প্রকাশ্যে মারধর করেন রাকাব উদ্দিন। এসময় শ্যামলের নাকমুখ দিয়ে রক্ত বের হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ বাজারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ইউনিয়ন ছাত্রদলের সদস্য রাখাব উদ্দিনকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল।
আবীর