ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,নড়াইল

প্রকাশিত: ১৭:১৭, ২ এপ্রিল ২০২৫

নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের গ্রেফতারের দাবিতে জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল

নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪ জন নেতাকে গ্রেফতার করেছে। এদিকে, ঘটনার একদিন পর শেখ হাসিনার ফাঁসি, তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের গ্রেফতারের দাবিতে জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় নড়াইল জেলা ছাত্রলীগের ব্যানারে ২৫-৩০ জনের একটি দল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে। এ সময় মিছিলকারীদের অধিকাংশের মুখে মাস্ক ছিল, এবং কয়েকজন হেলমেট পরা অবস্থায় ছিলেন।

এর একদিন পর, বুধবার (২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনার ফাঁসি, তার সহযোগীদের বিচার এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের গ্রেফতারের দাবিতে জেলা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা বিএনপি নেতা কামরুল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী প্রমুখ।

এদিকে, আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের মিছিলের পর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের বাড়িতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালায়।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, নাশকতার একটি মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—নড়াইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সবুজ সরদার, নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল মোল্যা এবং সদরের তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×