ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

উপদেষ্টাদের কেউ কেউ মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে: রিজভী

প্রকাশিত: ১৫:২০, ২ এপ্রিল ২০২৫

উপদেষ্টাদের কেউ কেউ মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে: রিজভী

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে নানান ছবক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (২ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অনৈতিক কাজে জড়িত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের ওপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে, নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষিত না হলে ষড়যন্ত্র আরো বেশি দানা বাঁধবে। তিনি এসময় খুব শিগগির নিবার্চনের দাবি জানান।

রিজভী বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনে পরিণত করবে।

আশিক

আরো পড়ুন  

×