ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী

প্রকাশিত: ১৪:০৩, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০৫, ২ এপ্রিল ২০২৫

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, "লুটপাটের টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।"

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, "নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা না হলে ষড়যন্ত্র আরো বেশি দানা বাঁধবে।"

বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, "যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে, তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

রিজভী আরও বলেন, "এবার নির্ভয়ে ঈদ পালন করছে দেশের মানুষ।"

তিনি বলেন, "নানা ধরনের অপতত্ত্ব ছড়ানো হচ্ছে, তার আরেকটি প্রমাণ হলো নিউইয়র্ক টাইমসের 'বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান' শীর্ষক প্রতিবেদন।"

তিনি আরও বলেন, "এর পেছনে কারা জড়িত, সেটা বাংলাদেশের মানুষ জানেন। আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদের যারা মদদ দিচ্ছে—তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে।"

 

সূত্র:https://tinyurl.com/bdh4b352

আফরোজা

আরো পড়ুন  

×