
রাজনীতি ও ব্যক্তিগত জীবন-এই দুটি ক্ষেত্রই যে একজন মানুষের চিন্তা ও মননকে গভীরভাবে প্রভাবিত করে, তা আবারও প্রমাণিত হলো বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার একটি টকশো সাক্ষাৎকারে। বিয়ে ও রাজনীতি সম্পর্কে তার গভীর ভাবনা, পরিবার ও বন্ধুদের প্রতি তার দৃষ্টিভঙ্গি,এগুলো নিয়ে বিস্তারিত জানালেন তিনি।
সম্প্রতি বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান।
রুমিন ফারহানা বলেন, "আমি ইমোশনাল ইনভেস্টমেন্টের আগে আমি আমার ফ্রেন্ডদের কথা একটু বলি। আমরা মেয়ে হওয়ার কারণে আরো যেটা সমস্যা হয়েছে, আমি তো গার্লস স্কুল গার্লস কলেজ। আমার সব বন্ধু মেয়ে এবং তারা কেউই পলিটিক্সের ব্যাপারে একেবারেই উৎসাহী না। মানে এখনো যদি কেউ আমাকে ফোন দিয়ে মানে মানে এই কথা সেই কথার পর বলেছে দেশের প্রধানমন্ত্রী কে এখনো কি হাসিনা? আমি খুব অবাক হবো না।"
তিনি আরো যোগ করেন, "একদম। জাস্ট বিকজ উই গ্রিউ আপ টুগেদার। আমরা একসাথে আমাদের জীবন এত বছর পার করেছি আমরা একসাথে। সো স্টিল ভেরি ক্লোজ ফ্রেন্ডস। বাট তারপরও যেটা হয় যে এক ধরনের একা একা বোধ হয়। বিকজ আমার জীবনটা এত বেশি পলিটিক্স কেন্দ্রিক, আমার সমস্ত চিন্তা, আমার টাইম ইনভেস্টমেন্ট বলেন সবকিছুই এত বেশি দেশ এবং রাজনীতিকে ঘিরে যে, কি হতে যাচ্ছে!"
রুমিন ফারহানা রাজনীতি সম্পর্কে বলেন, "রাজনীতি কিন্তু খুব দারুণ একটা পাশা খেলা। আপনি একটা চাল দেবেন, আপনার প্রতিপক্ষ একটা চাল দেবে, আপনার বন্ধু আরেকটা চাল দেবে। এই তিনটা চাল আপনাকে ব্যালেন্স করতে হবে। এই খেলাটার মজা যদি একবার আপনি বোঝেন আপনি এই খেলা থেকে বেরোতে পারবেন না। যে কারণে একবার যে রাজনীতিতে ঢোকে ও কিন্তু রাজনীতি থেকে বের হতে পারে না।"
উপস্থাপকের প্রশ্ন, "বিয়ে করতে গেলে কি রাজনীতি থেকে বের হতে হবে?" এই প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন, "রাজনীতিতে আসবার সাথে বিয়ের তেমন কোন বিরোধ নাই। তবে যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণত একটু লেট ম্যারেজ করেন। আমার বাবাকে আমি দেখেছি তিনি ৫২ বছরে বিয়ে করেছেন। সো বিয়েটা আসলে আমার মনে হয় রাজনীতিবিদদের জেল জুলুমের একটা ব্যাপার থাকে, পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে। সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না।"
এছাড়া, রুমিন ফারহানা আরও বলেন, "আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো, সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিটেডলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো? বা তুমি কবে বিয়ে করবে? আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি থেকে রিপিটেডলি শুনতে হয় না কখনো।"
সূত্র:https://tinyurl.com/jmhsew4j
আফরোজা