ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক এখনো সিঙ্গেল!

প্রকাশিত: ১১:৩১, ২ এপ্রিল ২০২৫

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক এখনো সিঙ্গেল!

ছবি সংগৃহীত

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি এখনো সিঙ্গেল। তবে শিগগিরই সুসংবাদ আসতে পারে।

রাজনীতির ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে সময় দিতে পারেন না বলে জানান ইশরাক। তিনি বলেন, "রাজনীতিবিদদের নিজেদের দলের পেছনে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রচুর সময় দিতে হয়। আমি এখন এমন ব্যস্ততার মধ্যে থাকি যে হাতে গোনা ২-১ জন বন্ধুর সাথেই প্রতিদিন যোগাযোগ হয়। রাজনীতিতে আসার আগে প্রতিদিন ১৫-২০ জন বন্ধু একসাথে সন্ধ্যা কিংবা রাতে আড্ডা দিতাম। কিন্তু এখন ৫ বছরেও বন্ধুদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারি না।"

তিনি আরও বলেন, "সম্প্রতি আমরা পুরোপুরি আন্দোলনের মোডে চলে গেছি। গত কয়েক বছরে মামলা, দাঙ্গা-হাঙ্গামার কারণে মাসের পর মাস আত্মগোপনে থাকতে হয়েছে। তখন কেউ যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়ে উঠত না।"

বিয়ে প্রসঙ্গে ইশরাক বলেন, "আমার পরিবারের সবাই স্যাটেল হলেও আমি এখনো সিঙ্গেল। তবে আমিও অবশ্যই বিয়ে করবো। যেহেতু রাজনীতি করি, তাই এলাকায় গেলে মুরুব্বিরা বিয়ের ব্যাপারে জানতে চান, আত্মীয়স্বজনরাও আলোচনা করেন।"

আশিক

আরো পড়ুন  

×