
ছবি : সংগৃহীত
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়কার ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেক শ'র একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। ১৯৮৮ সালের ২৯ এপ্রিল ভারতের দৈনিক স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত এই বক্তব্যে মানেক শ' বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক প্রবণতা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে লে. জে. জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লে. জে. আমীর আব্দুল্লাহ খান নিয়াজী স্বাক্ষর করলেও, ঐতিহাসিক সেই অনুষ্ঠানে ফিল্ড মার্শাল মানেক শ' উপস্থিত ছিলেন। যুদ্ধজয়ের পর তিনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক।
মানেক শ' তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, "বাংলাদেশীদের কখনোই ভারতের প্রতি তেমন ভালোবাসা ছিল না।... তারা মক্কা ও পাকিস্তানের দিকে দৃষ্টিপাত করবে।" তিনি ভারতের ভূমিকা নিয়ে আক্ষেপ করে বলেন, "স্বাধীনতার পর বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের সব রকমের সাহায্য করা উচিত ছিল, কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা করেননি। তারা বেনিয়ার মত আচরণ করেছেন।"
এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ভারতীয় সেনাপ্রধান তখনই অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। আজকের প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন করে ভাবনার খোরাক জোগায়। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের ভূমিকা এবং বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভাবনাকে উসকে দেয়।
আঁখি