ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জনগণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে :আমির খসরু

প্রকাশিত: ০৭:৪৬, ২ এপ্রিল ২০২৫

জনগণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে :আমির খসরু

ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাচ্ছেন অধিকাংশ রাজনীতিবিদ। মঙ্গলবার সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী।

 

 

তিনি বলেন, "নেতাকর্মীরা অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যা অনেকদিন দেখা যায়নি। জনগণের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, জনগণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সবাই তাদের আকাঙ্ক্ষিত দিনের জন্য অপেক্ষায় আছে।"  

 

 

তিনি আরও বলেন, "কেউ যেন ফ্যাসিস্ট শক্তিতে পরিণত না হতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।"  

 

 

আঁখি

আরো পড়ুন  

×