
ছবি: সংগৃহীত
এক যুগ পর পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেছেন, স্বৈরাচার শাসনামলে ঈদ উদযাপন করতে হতো কারাগারে, পরিবারকে পাশে পাওয়া সম্ভব হতো না। তবে এবার মুক্ত পরিবেশে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা অত্যন্ত খুশি।
এক বিবৃতিতে হাবিব উন নবী খান সোহেল বলেন, "এবারের ঈদ সত্যিকার অর্থেই বিশেষ। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছি, যা আমাদের জন্য বড় আনন্দের ব্যাপার। আমাদের নেতা জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।"
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই বড় বড় সংস্কারগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে আসুক। কেউ যেন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত করতে না পারে। যে দলই ক্ষমতায় আসুক, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংস্কারের দায়িত্ব নিতে হবে।"
আসিফ