
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আলোকিত নাগরিক সমাজের আয়োজনে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তিনি বলেন, "ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি, ঐক্য যেন না থাকে সেই জন্যই ঐক্য বিনষ্টের বক্তব্যগুলো দেয়া হচ্ছে এবং বাংলাদেশে যে একটি সাধারণ নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে। সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করতে নানা বক্তব্য, প্রপাগান্ডা, বিভাজনের রাজনীতি চলছে, যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে। আমরা এরকম রাজনীতি চাই না।"
নাছির আরও বলেন, মানুষ ভোট দিতে না পারার কারণেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিলো উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, "২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে মানুষ যদি ভোট দিতে পারতো, তাহলে ৫ আগস্টের গণঅভ্যুত্থান ঘটতো না।"
আসিফ