ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নতুন একটি দলের চাপে প্রধান উপদেষ্টা ওয়াদা থেকে সরে এসেছেন: নাছির

প্রকাশিত: ০৩:৪৪, ২ এপ্রিল ২০২৫

নতুন একটি দলের চাপে প্রধান উপদেষ্টা ওয়াদা থেকে সরে এসেছেন: নাছির

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারতো, তাহলে ৫ আগস্টের গণঅভ্যুত্থান ঘটতো না। তিনি আরও বলেন, ঐক্যের বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছেন, কারণ কিছু বক্তব্যের মাধ্যমে ঐক্য বিনষ্ট করার চেষ্টা চলছে।

তিনি আরও  বলেন, নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

এই বক্তব্যগুলো তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আলোকিত নাগরিক সমাজের আয়োজনে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেন।

আসিফ

×