ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

প্রকাশিত: ০৩:৩২, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:৩২, ২ এপ্রিল ২০২৫

নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

ছবি: সংগৃহীত

দেশকে নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বক্তব্যে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমি বরাবরই আশাবাদী মানুষ। সব ভালো কিছুর প্রত্যাশা করি।"

তিনি আরও বলেন, "জুলাই আন্দোলনের সকল মিত্র শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন ঐক্যবদ্ধ থাকে, কারণ দেশবিরোধী চক্রান্ত এখনো চলমান। দেশের শান্তি নষ্ট করতে একটি মহল এখনো তৎপর রয়েছে। তবে দেশবাসী এসব চক্রান্ত বুঝে ফেলেছে, তাই তারা সফল হতে পারবে না।"

গোলাম পরোয়ার আরও বলেন, "দেশে শান্তি ফিরিয়ে আনতে জুলাই আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।"

তিনি সকল রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে জাতীয় স্বার্থে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা যায়।

সূত্র: https://www.facebook.com/share/v/1BPeH3HZXV/ 

আসিফ

×