
নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভ্রান্ত করছে।তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এরকম একটি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন নাছির উদ্দীন নাছির।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত আলোকিত নাগরিক সমাজের আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশে যে একটি সাধারণ নির্বাচন হবে, যেখানে সাধারণ মানুষ অত্যন্ত অপেক্ষা করছে, সে সাধারণ নির্বাচনকে বিলম্ব করার জন্য প্রোপাগান্ডা এবং বিভাজনের রাজনীতি চলছে। যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে। আমরা এরকম রাজনীতি চাই না।"
নাছির উদ্দীন আরও বলেন, "গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানুষ ভোট দিতে পারেনি। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে যদি মানুষ ভোট দিতে পারতো, তাহলে ৫ই আগস্টের গণঅভ্যুত্থান ঘটতো না। সুতরাং গণঅভ্যুত্থান তৈরি হয়েছে ২০১৪, ২০১৮, ২০২৪ সালে, যখন মানুষ সংক্ষুব্ধ ছিল। তরুণরা তাদের জীবন দিয়ে গণঅভ্যুত্থান সফল করেছে।"
তিনি আরও যোগ করেন, "সুতরাং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং সে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি জনগণ পরিচালিত একটি রাজনৈতিক নির্বাচন, যেখানে প্রতিটি দল অংশগ্রহণ করবে।"
"কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে একটি নতুন রাজনৈতিক দল বিভ্রান্ত করছে। তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছে। এ বিষয়ে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে।"
তিনি বলেন, "আমরা মনে করি, আমাদের দল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বদা ঐক্যের কথা বলেছেন। ঐক্যকে বিনষ্ট করার জন্য নতুন রাজনৈতিক দল এবং আরেকটি তাদের পিছনে আরেকটি রাজনৈতিক দল ইন্ধন জোগাচ্ছে বলে আমরা মনে করছি।"
নাছির উদ্দীন আরও বলেন, "আমরা মনে করি যে, প্রধান উপদেষ্টা তো জাতির সামনে ওয়াদাবদ্ধ হয়েছিলেন একাধিকবার যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু চায়না যাওয়ার আগে তিনি হঠাৎ করে সেটি জুনের মধ্যে নিয়ে গিয়েছেন। আমরা মনে করি, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।"
তিনি বলেন, "কিন্তু জনগণ এবং এ দেশের ছাত্রজনতা সবাই মুখিয়ে রয়েছে, কত দ্রুত জাতীয় নির্বাচন হবে? একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে? সেটি গণঅভ্যুত্থানের স্পিরিট বলে আমরা মনে করি।"
সূত্র:https://tinyurl.com/ndhdzmph
আফরোজা