
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি নেতাকর্মীরা সব সময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে আছে। আপনারা কোন সময় ভয় পাবেন না। আমরা জীবন দিয়ে হলেও আপনাদের রক্ষা করব।
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুরে সনাতন হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আরো বলেন, যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আপনাদের পূর্বপুরুষ ও আপনারা এই দেশের মাটিতেই জন্মগ্রহণ করেছেন। এই দেশ আপনাদের। আপনারা কখনো নিরাপত্তার অভাব বোধ করবেন না। আমরা আছি আপনাদের পাশে।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক অজয় করসহ বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম বাবুল এ সময় এই অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য করেন।
ইমরান