ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ফ্যাক্ট চেক: ভিডিওতে দেখা ব্যক্তি বিএনপি নেতা নন, তিনি ভারতীয় রাজনীতিবিদ

প্রকাশিত: ০১:১৩, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:১৪, ২ এপ্রিল ২০২৫

ফ্যাক্ট চেক: ভিডিওতে দেখা ব্যক্তি বিএনপি নেতা নন, তিনি ভারতীয় রাজনীতিবিদ

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একজন ব্যক্তিকে নামাজের সময় ক্যামেরার দিকে তাকিয়ে ইঙ্গিত দিতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তিনি বিএনপির নেতা। তবে, এই দাবিটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

যাচাই করে দেখা গেছে, ভিডিওতে দেখা ব্যক্তি বিএনপির কোনো নেতা নন। তিনি ভারতের আসামের রাজনীতিবিদ রাকিবুল হুসাইন। তিনি আসামের ধুবরি থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটি সত্য বলে ধরে নিচ্ছেন। তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, এটি একটি বিভ্রান্তিকর প্রচারণা।

আসিফ

আরো পড়ুন  

×