
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এরা ইলেকশন দিব আজকে, কালকে, পরশু। ঘুরাইয়া-ঘারাইয়া যাতে ইলেকশন না দেওন লাগে। কিন্তু ইলেকশন লাগবো। ফজলুর রহমান যদি জীবিত থাকে, বাপ ডাইকা ইলেকশনটা বাংলাদেশে দিয়া যাওন লাগবো।
মঙ্গলবার (১ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ-পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, আমাকে গুলি করে মারবেন? আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে।৫০০ গুলিও আমার বুকে লাগবে না, আমার আল্লাহ আছে। আমি সত্য কথা বলবোই।
সূত্র:https://tinyurl.com/yth53jn5
আফরোজা