
পতিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনে ঈদুল ফিতরের নামাজের জামাতে দেখা গেছে। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর তিনি জনসম্মুখে আসেন এবং পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই মুহূর্তের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে হাছান মাহমুদের অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন ছিল। অনেকেই ধারণা করছিলেন, তিনি দেশে নেই এবং গোপনে বিদেশে অবস্থান করছেন। এই জল্পনার মধ্যেই তিনি রোববার (৩০ মার্চ) লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজে অংশ নেন।
নামাজ শেষে মসজিদের বাইরে হাছান মাহমুদকে পরিচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে তার কোলাকুলির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ছবিতে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। পাশাপাশি আরও দুই কিশোরের উপস্থিতি নিয়ে আলোচনা চলছে।
হাছান মাহমুদের বর্তমান অবস্থান সম্পর্কে সৈয়দ আনাস পাশা জানান, "তিনি বর্তমানে বেলজিয়ামে থাকেন। তবে তার ছেলে লন্ডনে পড়াশোনা করেন। ঈদ উপলক্ষে ছেলের সঙ্গে সময় কাটাতে এবং উৎসব উদযাপন করতে তিনি লন্ডনে এসেছেন।"
এই ঘটনা সম্পর্কে জানতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আফরোজা